
হুমায়ুন খানের সুন্দরবনের মানুষখেকো বইটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয় ১৯৮০ সালের নভেম্বর মাসে। পচাব্দী গাজীর জবানিতে বইটি লিখেছেন হুমায়ুন খান। এছাড়া হুমায়ুন খান সে সময় আরো দুটি বই উপহার দেন আমদের পাঠকদেরকে বিশ্বের বিস্ময়-৩ ও বিশ্বের বিস্ময়-৪। পরবর্তিতে লিখেন ইসলামিক সিরিজের ‘হযরত আলীর বাণী’ ও ‘আরবী প্রবাদ’